সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক ও সময় টিভির ষ্টাফ রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্রের নেতৃত্বে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সুনামগঞ্জ শহরের বিভিন্ন পুজো পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য জসিম উদ্দিন, দেওয়ান তাসাদদুক রাজা ইমন, জাকির হোসেন ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি লতিফুর রহমান রাজু।
এদিকে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতে দেখা যায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত ও সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী,ডাঃ ননী ভূষন তালুকদার ,সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত রায়, পিনু তালুকদার, সিতেষ তালুকদার মঞ্জু,এডভোকেট প্রণব কুমার তালুকদার, দিলু,সুদীপ,সহ আরও অনেকের।