লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জে পরিচ্ছন্ন শহর বিনির্মানে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে পৌরসভার আয়োজনে পৌর প্রশাসক সমর কুমার পাল’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল। সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাবেক সিভিল সার্জন সৈয়দ মনোওয়ার আলী, নুরুর রব চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ ত ম মিসবাহ, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রওনক আহমদ, সাংবাদিক শাহজাহান চৌধুরী, সেলিম আহমদ, হিমাদ্রী শেখর ভদ্র , জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভি সার্জন শুকদেব সাহা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রেজাউল আলম , সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন. শিক্ষাবিদ যোগেশ্বর দাস সহ আরো অনেকে। এছাড়া শহরে সুধী সমাজের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা শহর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন দাবি পরামর্শ দেন। এসময় বক্তারা সুনামগঞ্জ পৌর শহর কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শহরে সচেতনতা ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের দাবি জানান। শহর যানজট মুক্ত ও ফুটপাতে হকারমুক্ত রাখার কথা বলেন। শহরের গুরুত্বপূর্ণ খালগুলো উদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথা জানান। পৌর প্রশাসক পরিচ্ছন্ন শহর গড়তে দল মত নির্বিশেষে সকল পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।