সিলেট প্রতিনিধি::
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল ও অবরোধে যাত্রী ও জ্বালানি তেল পরিবহনে সার্বিক নিরাপত্তা দিচ্ছে র্যাব-৯। নির্বিঘ্নে যাত্রী ও মালামাল পরিবহন এবং জ্বালানি তেলবাহী লরি নিরাপদে গন্তব্যে পৌঁছার জন্য নিরাপত্তা প্রহরা দিচ্ছে তারা।
সোমবার র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, চলমান হরতাল-অবরোধে মানুষের চলাচল ও পণ্য পরিবহনে যাতে কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য র্যাব-৯ নিরাপত্তা জোরদার করছে। জ্বালানি তেলবাহী লরিগুলো ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করে পাম্পে পৌঁছা পর্যন্ত র্যাব-৯ এর সদস্যরা নিরাপত্তা দিচ্ছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ড থেকে ছেড়ে যাওয়া তেলবাহী লরি কনভয়গুলো নিয়মিত র্যাবের এসকর্ট পাচ্ছে। এছাড়াও সিলেট থেকে বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে এসকর্ট করে নিরাপত্তা দিচ্ছে র্যাব-৯।