এম আব্দুল লতিফ সিদ্দিকী।।
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস চেয়ারম্যান, দৈনিক মুক্ত খবর ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিবেদক সিনিয়র সাংবাদিক নজির আহমেদ গত ২৫ অক্টোবর রাত ১১.৩০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহী.......রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম শেখ, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন, যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান আজাদী, দপ্তর সম্পাদক কবি মাহবুব আরা দুলুসহ সকল কেন্দ্রীয় ও সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ।
তার পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার অফিস শেষে বাসায় ফিরে নামাজরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পরেন তিনি। সাথে সাথে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ৪ মেয়ে সন্তান ও আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পরে তার লাশ হাসপাতাল থেকে ঢাকার কোনাপাড়ার সালামবাগের বাসায় নেওয়ার পর তার গ্রামের বাড়ী লক্ষীপুর জেলার সদর উপজেলার বশিতপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।
সাংবাদিক নজির আহমেদ ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন সাদামনের মানুষ ও দায়িত্বশীল গণমাধ্যম কর্মী।