অনলাইন ডেস্ক:
বগুড়ার সারিয়াকান্দি-সোনাতলা (৩৬ -১) আসনের সাংসদ সাহাদারা মান্নান ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ জুন) দুপুরে সারিয়াকান্দি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)এর সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যােগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) সভাপতি মো.শাজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি সোনাতলা আসনের সাংসদ সাহাদারা মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন (সজল),উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু,পৌর মেয়র মতিউর রহমান মতি,অফিসার ইনচার্জ মো.রবিউল ইসলাম, সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন সদস্য বৃন্দ৷
উক্ত অনুষ্ঠানে আমন্তন ও সার্বিক তও্ববধান করেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর সাধারণ সম্পাদক মো.আব্দুল হান্নান মেম্বার।