December 7, 2024, 8:11 am
ব্রেকিং নিউজ
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ২৮ রাষ্ট্রদূত বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ-ভারত সীমান্তে মিলনমেলা বন্ধ ঘোষণা বদলে যাচ্ছে টাকার নকশা, থাকছে না বঙ্গবন্ধুর ছবি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা ৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২২ ডিসেম্বর ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন ড. ইউনূস ফের আলু রপ্তানি বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার গণমাধ্যমকর্মীদের জন্য দুদিন সাপ্তাহিক ছুটি চান পিআইবি মহাপরিচালক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস দুর্নীতি মামলায় খন্দকার মোশাররফ খালাস ইসকন ইস্যুতে সিদ্ধান্ত জানাল হাইকোর্ট ট্রাকচাপায় পিষ্ট হাসনাত-সারজিসের গাড়ি প্রধান উপদেষ্টার প্রেস উইং: মনগড়া বক্তব্যে রয়টার্সের প্রতিবেদন সাংবাদিকতার নীতিমালা পরিপন্থি ৪৬ তম বিসিএস প্রিলির পুনরায় ফল প্রকাশ জরুরি অবস্থা জারি ও ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র থেকে তরুণীর পলায়ন, নির্যাতনের অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, November 13, 2024
  • 35 দেখা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় এবার সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে আমেনা খাতুন নামে এক তরুণী পালিয়ে গেছেন। সরকারি শিশু পরিবার (বালক) থেকে এক শিশু শিক্ষার্থীর নিখোঁজের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিভিন্ন জায়গায় খোঁজ করেও ওই তরুণীর সন্ধান পাওয়া যায়নি। সেখানকার কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নিবাসীদের নির্যাতনের অভিযোগে উঠেছে। নির্যাতনের শিকার হয়ে আমেনা খাতুন সেখান থেকে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসন, পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। এ ঘটনায় কারও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি কুষ্টিয়া শহরতলীর বটতৈল এলাকায় অবস্থিত। সেখানে ১০০ জন নিবাসী থাকার ব্যবস্থা রয়েছে। তবে বর্তমানে মোট ২৭ জন নিবাসী আছেন। নিম্নমানের খাবার দেওয়া, নিবাসীদের জন্য সরবরাহকৃত মালামাল বিক্রি, শিশুদের নির্যাতনসহ নানা অভিযোগ উঠেছে কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষকদের বিরুদ্ধে।

তরুণী পলায়নের ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ম্যানেজার নাজনীন নাহার বলেন, ২০২২ সালের ডিসেম্বর থেকে আমেনা খাতুন নামের সামাজিক প্রতিবন্ধী ওই তরুণী এ কেন্দ্রে থাকেন। দিনাজপুরের একটি সেভ হোম থেকে আসা ওই কিশোরীর বয়স ১৮ বছর। তার বাসা ও মা-বাবার ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। ছোটবেলায় হয়তো হারিয়ে গিয়েছিল। ওই তরুণী সবার সাথে ভালো ব্যবহার করতেন। তার পালিয়ে যাওয়ার কথা না। কিন্তু মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েও কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই নিবাসী তরুণীর সন্ধানে পুলিশের পাশাপাশি আমরা নিজেরাও খোঁজাখুঁজি করছি। এই প্রতিষ্ঠানে কোনও অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

তবে সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের একাধিক নিবাসী অভিযোগ করে বলেন, সরকারিভাবে দৈনিক খাবার তালিকায় যে খাবার সরবরাহের কথা, তা তাদের খেতে দেওয়া হয় না। বিপরীতে নিম্নমানের খাবার অল্প পরিমাণে দেওয়া হয়। ঠিকমতো প্রশিক্ষণ দেয়া হয় না। দীর্ঘদিন সেখানে থাকার পরও তাদের পুনর্বাসনের বিষয়ে তেমন কোনও উদ্যোগ গ্রহণ করা হয় না। তালিকা অনুযায়ী মাছ ও মাংস খেতে দেওয়া হয় না। এছাড়া প্রায় প্রতিদিন মোটা চালের ভাত, সবজি ও পাতলা ডাল রান্না করে দেওয়া হয়। আর মাঝেমধ্যেই তাদের ওপর নির্যাতন করা হয়। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের প্রতিবাদ করলে আমাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। আমাদের জন্য সরকারের বরাদ্দ অনুযায়ী সরবরাহ করা মালামাল দেওয়া হয় না। আমাদের দিয়ে কাজ করতে বাধ্য করানো হয়। না করলে আমাদের হুমকি-ধামকি দেওয়া হয়, মারধর ও নির্যাতন করা হয়। তাদের নির্যাতনের কারণেই এখান থেকে আমেনা খাতুন পালিয়েছে। আমরা এই ঘটনার সাথে জড়িতদের পদত্যাগ ও শাস্তি চাই।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ সেখ বলেন, আমেনা খাতুন নামের এক নিবাসী পালিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। অনিয়ম-দুর্নীতি ও নির্যাতনের অভিযোগটিও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, শিশু পরিবার থেকে রিজভী এবং সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে আমেনা খাতুন নামের দুই নিবাসী পালিয়েছে। তারা দুইজনই বর্তমানে নিখোঁজ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের খুঁজে পেতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, তরুণী নিবাসী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অনিয়ম-দুর্নীতি ও নির্যাতনের অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখবো। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, কুষ্টিয়া সরকারি বালক শিশু পরিবারে (এতিমখানা) নির্যাতনের শিকার হয়ে রায়হান হোসেন রিজভী (১২) নামের এক শিশু গত ২ নভেম্বর পালিয়ে যায়। এ ঘটনায় ৪ নভেম্বর কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বজনরা। ১০ দিন অতিবাহিত হওয়ার পরও পালিয়ে যাওয়া ওই নিবাসীর কোনো সন্ধান মেলেনি।

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিশুদের নির্যাতনের অভিযোগে কুষ্টিয়া সরকারি শিশু পরিবারের (এতিমখানা) সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন ও উপতত্ত্বাবধায়ক আসাদুজ্জামানকে অন্যত্র বদলি করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন সময় শিশুদের নির্যাতন করার সত্যতা পেয়েছেন। তদন্ত শেষে সোমবার (১২ নভেম্বর) তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102