খুলনা প্রতিনিধি:খুলনার পাইকগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে সাবেক এমপির মামাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জমির মালিক দাবিদার সুদীপ্ত কুমার বর্মণ ( সঞ্জয়), মো. হুমায়ুন কবির সরদার, মো. হারুন অর রশিদ, ভবসিন্ধু ঘরামী, বর্গাদার হিরন্ময় মণ্ডল, বিধান বর্মণ, কৃষ্ণপদ বর্মণ।
বক্তারা বলেন, তারা হিন্দু সম্প্রদায়ের লোক। তাদের গড়ইখালী ইউনিয়নের কুমখালী মৌজার ৩২ বিঘা জমি; যা ২০১৮ সালে আক্তারুজ্জামান বাবু এমপি থাকাকালে তার মামা আয়ুব খান, আবুল কালাম নুনুরা জবরদখল করে নেয়। ২০২৪ সালে ৫ আগস্ট সরকার পতনের পর তারা জমি পুনরায় দখল করে আমন ধান চাষ করেন। সেই পাকা ধান কেটে নেওয়ার জন্য আয়ুব খানরা চক্রান্ত করছে।
এ বিষয়ে প্রতিপক্ষের পক্ষে মালেক গাইন বলেন, এই জমির প্রকৃত মালিক এমএম শহিদুল ইসলাম। তার জমি আমরা ১১ জন বর্গা চাষ করি। কারা কেন মানববন্ধন করছে এটা তারাই জানেন।