মোঃ সজীব ভূইয়া , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার নবারুন ক্লাবের নবনির্বাচিত কমিটি সদস্য বৃন্দদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকাল চার ঘটিকায় ক্লাবটির শ্রীপুর সাবরেজিস্ট্রী অফিস রোডে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও নবগঠিত কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক শ্রীপুর নবারুন ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদ আহমেদ সরকার।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শ্রীপুর নবারুন ক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক ও সাবেক শ্রীপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ জাকিরুল হাসান জিকু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর নবারুন ক্লাবের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির সরকার সহ শ্রীপুর নবারুন ক্লাবের উপদেষ্টা মন্ডলী সদস্য কবির মন্ডল।
নবারুন ক্লাবের সদস্য ও শ্রীপুর পৌর কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ সজীব ভুঁইয়া সহ শ্রীপুরের বিশিষ্টজনেরা ও শ্রীপুর নবারুন ক্লাবের সম্মানিত সদস্যরা।
পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যদের কে ঈদুল আজহা অগ্রীম শুভেচ্ছা জানান।
সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ তার বক্তব্যে বলেন সকলকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে সমাজিক সকল ভালো কাজে আমাদের এই নবারুন ক্লাব এগিয়ে নিয়ে যাবো,,, যা আগামিতে দেশ ও জাতির উন্নয়নে আমাদের এই ক্লাবের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ধারা অব্যাহত থাকবে।