ষ্টাফ রিপোর্টার: জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিট্রিবিউশন সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার (অঃ)আব্দুল হক বলেন, শিক্ষার প্রসারে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসতে হবে। এতে দেশ আরও বেশী সমৃদ্ধ শালী হবে। একটি শিক্ষিত জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে। যে জাতি যত বেশী শিক্ষিত সে দেশ তত বেশী উন্নত। শিক্ষার্থীদের সু শিক্ষায় শিক্ষিত করতে হবে। ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে সিলেট মহানগরীর চৌকিদেখী এলাকায় আনোয়ারা - মতিন একাডেমী নামক একটি স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ অধ্যাপক ডাঃ সামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আহমেদ কবির চৌধুরী,নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ অধ্যাপক ডাঃ সুলতানা বেগম, বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান হাসান কবির চৌধুরী, শাইনী ষ্টেপস এর ভাইস প্রিন্সিপাল শামীম আহমেদ, আনোয়ারা মতিন একাডেমীর অধ্যক্ষ মোস্তফা মিয়া,নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ সহকারী অধ্যাপক ডাঃ নাজিয়া চৌধুরী,আনোয়ারা মতিন একাডেমীর ম্যানেজিং ডিরেক্টর মেহরান সাকিব চৌধুরী।
পরে অতিথিগণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। প্রসঙ্গত: ২০০৯ সালে স্কুলের প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন চৌধুরী ও তার সহধর্মিনী আনোয়ারা চৌধুরী। কিছুদিন বন্ধ থাকার পর তাদের সুযোগ্য সন্তান ডাঃ সামসুল আলম চৌধুরী আবার নতুন উদ্যোগে এর হাল ধরেন।