লুটন প্রতিনিধি:
যুক্তরাজ্যের লুটনে যাত্রা শুরু করেছে আলী’স ক্যাফে। ২ মার্চ রোববার সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত লুটন টাউনের ব্যারিপার্ক রোডে ক্যাফেটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে আলী’স ক্যাফের উদ্বোধন করেন, জালালাবাদ জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব হাফেজ কারী মাওলানা বাহলুল আহমদসহ লুটন কমিউনিটির নেতৃবৃন্দ। ফিতা কাটার পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধনের পরই বাংলাদেশ, পাকিস্থান, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরা নতুন ক্যাফেটির খাবারের স্বাদ নিতে ভীড় করেন।
ক্যাফেটির উদ্যোক্তা মোহাম্মদ আলী জানান, খাবারের গুনগত মান aও ক্রেতাদের সন্তুষ্টিই তাদের লক্ষ। চা, কফি, কোমল পানীয়র পাশাপাশি চটপটি, ফুচকা, হালিম, দই চিড়া, ঐহিত্যবাহী পিঠাসহ নানা বাংলাদেশি খাবার রয়েছে তাদের ম্যানুতে।