মুহাম্মদ আহসান উল্যাহ (লালমাই) কুমিল্লা:
কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজার এলাকায় ৯ জুলাই মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করে এক ভুয়া চিকিৎসককে আর্থিকভাবে জরিমানা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। অভিযানে মোছা: আছিয়া খাতুন (৪৩) নামের এক নারীকে কোনো ধরনের এমবিবিএস ডিগ্রি বা বৈধ চিকিৎসা যোগ্যতা ছাড়াই “ডা:” পদবি ব্যবহার করে রোগী দেখার দায়ে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারার আওতায় এ জরিমানা আদায় করা হয়। অভিযুক্তের কাছ থেকে ভবিষ্যতে এমন প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রম থেকে বিরত থাকার প্রতিশ্রুতিমূলক মুচলেকাও গ্রহণ করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাদী ও তার টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ হাবিবুল ইসলাম, এবং ভুশ্চি ফাঁড়ি পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এমন যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।