চাইথোয়াইমং মারমা, রাঙামাটি:
,
রাঙামাটি রাজস্থলী উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে আমন প্রণোদনা কর্মসূচির আওতায় রাঙামাটির রাজস্থলী উপজেলায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উচ্চ ফলনশীল জাতের এসব বীজ ও সার কৃষকের হাতে তুলে দেন জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।
এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল খায়ের এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার সহ সভাপতি চাইথোয়াইমং মারমা প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।