রাজু আহমেদ, রাজবাড়ী
কুষ্টিয়া, রাজবাড়ী হতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ১৫ই নভেম্বর হতে বন্ধ করার পদ্মা লিংক প্রকল্প পরিচালকের ঘোষণার প্রতিবাদে রাজবাড়ী জেলা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ।সকালে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে শত শত ছাত্রদল কর্মী বিক্ষোভ মিছিল করেন রেলস্টেশন।
এই বিষয়, আরিফুল ইসলাম রোমান জানান, রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেন বন্ধ করা হলে জেলার আপামর জনতা সকল শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে মাঠে নামবে রাজবাড়ী জেলা ছাত্রদল।