রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দর্পনারায়নপুর এলাকায় লতিরাজ বাড়ী ১ কচু চাষ করে লাভবান হয়েছেন কৃষক আলমগীর খান।
১২ নভেম্বর মঙ্গলবার সকালে নাগরিক ভাবনার একটি টিম সরজমিনে গিয়ে দেখা যায় মাঠ জুড়ে যতদূর চোখ যায় সারি সারি ভাবে ফুলের বাগানের মত সাজিয়ে আছে কচু গাছ প্রত্যেকটি গাছের গোড়া থেকে দৈনিক চার থেকে পাঁচ মন লতি কুড়িয়ে বিক্রি করা হয় বাজারে।
এ বিষয়ে কৃষক আলমগীর খান (৪৪) জানান, আমরা মাছে ভাতে বাঙালি কচুর লতি যেই কোন শুটকি দিয়ে রান্না করলে সুস্বাদু হয় এবং কচু মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। আমি ৭০ শতাংশ জায়গাতে এক লক্ষ টাকার লতিরাজ বাড়ী ১ কচু চাষ করেছি এখন পর্যন্ত আমি শুধু লতি বিক্রি করেছি তিন লক্ষ টাকা আমার ক্ষেতে এখনো যেই কচু আর লতি রয়েছে আমি আশা করি আরো ৫ লক্ষ টাকা বিক্রি করব আমি কচু চাষ করে লাভবান হয়েছি আমি অনেক খুশি। তিনি আরো বলেন, যারা বেকার আছেন ঘরে বসে না থেকে আপনারও ইচ্ছে করলে লতি ও কচু স্বল্প খরচে চাষ করতে পারেন, প্রতি পিস কচুর চারা বিক্রি করি ৩ টাকা পিস।
এই বিষয়, সদর উপজেলার কৃষি অফিসার জসিম বলেন, লতিরাজ বাড়ী ১ কচু রাজবাড়ীতে কৃষকদের ব্যাপক আগ্রহ রয়েছে। আমরা কৃষকদের সব ধরনের সুবিধা দিয়ে থাকি কৃষকদের যেন আগ্রহী টা আরো বাড়ে। আগের তুলনায় এখন অনেক ইউনিয়নে দেখা যায় কচু চাষে আগ্রহী বাড়ছে এভাবে যদি আগ্রহ থাকে কচু অনেক আমদানি রপ্তানি হবে রাজবাড়ী থেকে।