অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দুই পুলিশ কর্মকর্তা ও একজন প্যারামেডিক বিপদগ্রস্ত একটি পরিবারকে সাহায্য করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন । গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) মিনেসোটার বার্নসভিলে এ ঘটনা ঘটেছে।কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাড়িতে ঝামেলা চলছে এবং সেখানে বেশ কয়েকজন শিশু রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।
মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জানান, একটি পরিবার ‘বিপদে রয়েছে’ ফোনে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন ২৭ বছর বয়সী দুই পুলিশ কর্মকর্তা। তাদের সঙ্গে ছিলেন ৪০ বছর বয়সী একজন প্যারামেডিকও। কিন্তু সেখানে গেলে তাদের ওপর গুলি ছোড়ে এক বন্দুকধারী। এতে তিনজনই নিহত হন।
পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীও প্রাণ হারিয়েছেন। বাড়িটি থেকে সাতজন শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা।
হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তার সঙ্গে বন্দুকযুদ্ধের সময় আরও এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত এ পুলিশ কর্মকর্তার প্রাণশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার বর্ণনায় মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রেহেনশনের সুপারিনটেনডেন্ট ড্রিউ ইভান্স বলেন, রোববার সকালে বার্নসভিলের একটি বাড়ি থেকে জরুরি ফোনকল এসেছিল। সেখানে একজন অস্ত্রধারী ব্যক্তি পরিবারের সদস্যদের দিয়ে ঘিরে থাকার খবর পাওয়া যায়।