অনলাইন ডেস্ক
মোস্তাফিজুর রহমানকে একাদশে রেখেই গুজরাট টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৭তম আসরের দ্বিতীয় ম্যাচ খেলছে মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই।
নিজেদের প্রথম ম্যাচে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে ৪ ওভারে ২৯ রান খরচ করে বিরাট কোহলি, অধিনায়ক ফাফ ডু প্লেসি ও অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিনসহ বেঙ্গালুরুর প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজনকেই সাজঘরে ফেরান কাটার মাস্টার।
সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস ১৭৪ রানের টার্গেট তাড়া করে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। দলের জয়ে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা হন মোস্তাফিজ।
আগের ম্যাচে দারুণ বোলিং করায় আজ চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচে অটোমেটিক চয়েজ বাংলাদেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমান। তাকে রেখেই একদশ সাজিয়েছে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই।