স্পোর্টস ডেস্ক:সোমবার প্যরিসে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। যেই তালিকায় এবার সবার ওপরের দিকে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতেছেন ভিনি। দলের হয়ে করেছেন ২৪টি গোল ও ১১টি অ্যাসিস্ট।
এবারের ব্যালন ডি’অর জয়ীর সম্ভাব্য তালিকায় নেই লিওনেল মেসির নাম। ২০০৩ সালের পর এবারই প্রথম এই তালিকায় নাম নেই রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর। তবে ব্যালন ডি’অর যেই জিতুক ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনোর কাছে যে বিশ্বসেরা মেসিই সেটা জানিয়ে দিয়েছেন তিনি।
ব্যালন ডি’অর পুরস্কারটি কিসের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়, সেটি এখনো পরিষ্কার নয় মার্তিনোর কাছে। তিনি বলেন, ‘এটা (ব্যালন ডি’অর) কখনোই এমন কিছু ছিল না, যা আমার মনোযোগ কেড়েছে। আমার কাছে এটাও পরিষ্কার নয়, পুরস্কারটি বিশ্বসেরার স্বীকৃতি, না বছরের সেরা।’
মার্তিনো এরপর ভিনিসিয়ুস ও মেসিকে নিয়ে বলেছেন, ‘ভিনিসিয়ুসের সম্ভবত (গত মৌসুমের সেরা) সেই যোগ্যতা আছে। কিন্তু যদি আমার কাছে জানতে চান এই মুহূর্তে কে সেরা, সেটা মেসি।’
বার্সেলোনা ও মায়ামিতে মেসির সতীর্থ জর্দি আলবা ব্যালন ডি’অরের তালিকায় মেসিকে না দেখে বিস্মিত, ‘ব্যালন ডি’অরকে আমি কখনোই অতটা গুরুত্ব দিইনি। কিন্তু আমি মনে করি, লিওকে সব সময় সেখানে রাখতে হবে। সে ধারাবাহিকভাবে পার্থক্য গড়ে দিচ্ছে। শীর্ষ পর্যায়ের খেলায় সন্দেহের অবকাশ নেই যে সে-ই বিশ্বসেরা।’
ব্যালন ডি’অর জয়ীর তালিকায় না থাকলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে এবারের মৌসুমে এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি। এবার পুরস্কারটি জয়ে তাকেই ফেবারিট ভাবা হচ্ছে। ১৯ ম্যাচে ২০ গোলের পাশাপাশি ১৬টি গোলও বানিয়েছেন মেসি।