নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে মো. জসিম উদ্দিন মাসুম (৬২) নামের এক ডাইং ব্যবসায়ীকে হত্যার পর সাত টুকরো করা হয় মরদেহ। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টর সংলগ্ন লেকের পাড় থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে রুমা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
পুলিশ সুপার জানান, বুধবার সকাল আনুমানিক ৯টায় রুপগঞ্জ উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের একটি লেকের পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার পরিবার শনাক্ত করে এটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের মরদেহ।
তিনি বলেন, ঘটনাস্থলে পড়ে থাকা কালো পলিথিন ব্যাগের ভেতর থেকে মাসুমের বিচ্ছিন্ন মাথা, দুটি হাত, দুটি পা, বুকের পেছনের অংশ এবং দেহের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ আরেকটি সাদা পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
এসপি জানান, হত্যাকারীকে ধরতে পুলিশ কাজ শুরু করে। এক পর্যায়ে নিহত মাসুমের গাড়ি চালক মো. মালেককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেওয়া তথ্য এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন হিসেবে রাজধানীর কাফরুলের শেওড়া পাড়া থেকে রুমাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রুমা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাপাতি, ১টি হেকসো ব্লেড এবং নিহতের পরিহিত সাফারি ও জুতা উদ্ধার করা হয়।