কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সিটি কোপেরেশনের ১নং ওয়ার্ডে কম দামে টিসিবির তেল, ডাল ও চাল বিক্রি চলছে। ৪৭০ টাকায় ২ কেজি তেল, ২ কেজি চাল ও ৫ কেজি চাল প্যাকেজ বিক্রি করছে টিসিবি। বাজারে একচি প্যাকেজের এসব পণ্যের মূল্য সাতশো টাকারও বেশি।বাজার মূল্যের চেয়ে কম দামে এসব নিত্য পণ্য কিনতে পেয়ে খুশি নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষ। তারা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের উদ্যোগ চালু রাখা গেলে তারা আরো উপকৃত হবেন বলে জানান।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহার কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত এর সার্বিক নির্দেশনায় বিশিষ্ট সমাজসেবক ১নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগ নেতা রোটা:আবুল হোসেন ছোটনে নিজস্ব কার্যালয়ে সোমবার (২৪ জুলাই) সকাল ৯টায় টিসিবি'র খাদ্যপণ্য বিতরণ করেন।
আওয়ামীলীগ নেতা রোটা:আবুল হোসেন ছোটনে বলেন বশ্বৈকি মহামারি করোনাভাইরাসরে পর শুরু হয় রাশয়িা-ইউক্রনে যুদ্ধ। এতে সারা বিশে^ নত্যিপণ্যরে দাম অস্বাভাবকি বেেড় যায়। এই অবস্থা থেকে দেশরে নিম্ন আয়রে মানুষকে সহযোগতিার জন্য ১ কোটি পরবিাররে মধ্যে স্বল্পমূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় মাননীয় প্রধানমন্ত্রী শখে হাসনিা। ১নং ওয়ার্ড বাসীর মাঝে টিসিবি'র খাদ্যপণ্য পাওয়া মানে সরাসরি এর মাধ্যমে উপকৃত হওয়া। জনিসিপত্ররে দাম র্ঊধ্বমুখী, এর জন্য মানুষ চাপে আছে। কুমল্লিা সদর আসনরে মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এবং কুমল্লিা সিটি র্কপোরশনের মেয়র আরফানুল হক রফিাত ভাইয়ের র্সাবিক নির্দেশনায় ১নং ওর্য়াাড বাসীর মাঝে টিসিবির খাদ্যপণ্য বিতরণ করছি।
এদিকে টিসিবির খাদ্যপণ্য বিতরণ উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি মো:শাহ আশরাফুল হক বিল্লাহ.শাহানুল হক, ১নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি মুকিম উদ্দিন আহমেদ,১নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোরশেদ হায়দার, ১নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুস কুদ্দুস,১নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম,১নং ওয়ার্ড মহানগর সেচ্ছাসেবক লীগে সাধারন সম্পাদক মো:সৈয়দুর রহমান মোহন উপস্থিত ছিলেন শ্রমিকলীগের মো:সেলিম মিয়া,যুবলীগেরএমদাদ,কাজল,সিরাজ,ইয়াসিন,মো:আকতার,ভুলু,কৃষকলীগের মিঠু।