চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটক সন্ত্রাসী জাদু (৪৪) কেশবপুর গ্রামের দেলবার মণ্ডলের ছেলে।
শুক্রবার ভোরে আলমডাঙ্গা হারদী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জাদুর বাড়ি থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাদু সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন।
শুক্রবার ভোরে আলমডাঙ্গার কেশবপুর গ্রামে তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে। তার বাড়ি তল্লাশি করে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, সেনাবাহিনী অভিযানে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এসব অপরাধ দমন করা সম্ভব হবে বলে আশা করছে সচেতন মহল।