বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা শ্রমিকদলের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর শহীদ শেখ আসাদুজ্জামান আসাদের হত্যা মামলা পুনঃতদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠন। সোমবার বিকালে বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর সন্ধ্যায় লগি-বৈঠা আন্দোলন চলাকালে বাগেরহাট শহরের রেলরোডে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের লোকজন জেলা শ্রমিকদলের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ আসাদুজ্জামান আসাদকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ওই হত্যায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা হয়। পরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে ওই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহার করে নেয়।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, শেখ মাহবুর রহমান টুটুল, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দম দীপ প্রমুখ।