বরিশাল প্রতিনিধি:
বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।
গতকাল রবিবার দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলকে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্রথম দফা অবরোধের দ্বিতীয় দিন গত ১ নভেম্বর নগরীর সিএন্ডবি রোডে মিছিল করার সময় মনিরুজ্জামান ফারুকসহ সিনিয়র কয়েকজন নেতাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে মহানগরীর আহ্বায়ক পদটি শূন্য ছিল।