গাইবান্ধা প্রতিনিধি
তুচ্ছ ঘটনায় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মহদীপুরে তর্কবিতর্ক, হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে র্যাব-১৩ সদস্যরা দুজন এবং পলাশবাড়ি পুলিশ তিনজন সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে এ তথ্য দিয়েছে পলাশবাড়ি থানা পুলিশ।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনায় তর্কবিতর্ক ও হমলার ঘটনা ঘটে পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিশ্নপুর গ্রামে। ওই গ্রামের রুবেল মিয়া, রাজা লিমন মিয়ার উপর হামলা চালিয়ে মারপিট করে ওই গ্রামের দুদু মিয়া, খালেক মিয়া, শরীফসহ তার সহযোগীরা। এতে রুবেল মিয়া, দুদু মিয়া, শামসুল আলম, সাইদসহ কয়েকজন গুরুতর আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে রুবেল মিয়াকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। পরদিন নিহতের মেয়ে রেবা বেগম বাদী হয়ে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে শনিবার দুপুরে র্যাব ১৩ সদস্যরা রৌমারীর একটি চর থেকে আতিয়ার রহমান ও মধু মিয়াকে গ্রেফতার করে।
অন্যদিকে শনিবার বিকালে পলাশবাড়ির বোর্ডের এলাকায় অভিযান চালিয়ে পলাশবাড়ি পুলিশ জামরুল মিয়া, আফসার মিয়া ও অবু উদ্দিনকে গ্রেফতার করে। এ ব্যাপারে পলাশবাড়ি থানার ও সি আজমিরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ বসে নেই। যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।