লতিফুর রহমান রাজু', সুনামগঞ্জ:: টাংগুয়ার হাওর গামী দুটি পর্যটক বাহী হাউস বোটের মুখোমুখি সংঘর্ষে একটি পানিতে তলিয়ে গেলেও অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেয়েছেন।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানী তাহিরপুর নামক স্থানের পাটলাই নদীতে এঘটনা ঘটে।
স্থানীয় ও এলাকাবাসীর সূত্র জানা যায়, বুধবার (২৬ইজুলাই) বেলা ১১টার দিকে তাহিরপুর থেকে ছেড়ে আসা স্বপ্ন নামক পর্যটকবাহী হাউস বোট টাংগুয়ার হাওরের দিকে যাচ্ছিল এ সময়
,
ওপর দিক থেকে আসা জলযাত্রা নামক হাউস বোটটি , ছিলানী তাহিরপুর নামক স্থানে এসে মুখোমুখিসংঘর্ষে লিপ্তহয়। ,দুইটি নৌকার গতি কন্ট্রোল না করতে পারায় এ দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা পর্য়টকগন জীবন বাঁচাত নদী পানিতে ঝাপিয়ে পড়েন। এ ঘটনা স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা কাজে সহায়তা করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় । ফলে অল্পের জন্য যাত্রীদের সবাই রক্ষ
পেয়েছেন। তবে একটি হাউস বোট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বপ্ন পর্যটকবাহী হাউস বোটের শ্রমিক শাহ আলম জানান, আমরা তাদেরকে সিগনাল দিয়েছি, কিন্তু তাঁরা আমাদের নৌকার উপর প্রচন্ড জোরে আঘাত করেছে। এতে অনেকেই আহত হয়েছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পর্যটকবাহী নৌকায় থাকা ব্যক্তিদের কোনো প্রানহানীর ঘটনা ঘটেনি।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা ও এর সত্যতা নিশ্চিত করেছেন।