নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্রকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।
মারুফ হাসানের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। মারুফ হাসান জেলা শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত অধ্যাপক তফসির উদ্দিন খান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছেড়ে আত্মগোপনে যান মারুফ হাসান। পহেলা আগস্ট তার বিরুদ্ধে নাশকতার মামলা হওয়ার পর গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তেতে বৃহস্পতিবার সকালে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।