নেত্রকোনা প্রতিনিধি
বিএনপির ডাকা ৪র্থ ধাপের অবরোধের প্রথম দিনে রবিবারে নেত্রকোনা শহরে পড়েনি কোনো প্রভাব। বাজার থেকে শুরু করে সব কিছু প্রতিদিনের মতো স্বাভাবিক রয়েছে। এদিকে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
শহরের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে দূরের যাত্রী কম থাকায় আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে দূর পাল্লার যান তেমন চলাচল করেনি। তবে অভ্যন্তরীণ সড়কে দু একটি যাত্রীবাহী বাস চলাচল করলেও যাত্রী সংখ্যা একেবারেই কম। এছাড়া চলছে পণ্য পরিবহনকারী বিভিন্ন ট্রাক, মিনি ট্রাকসহ পিকাপ ভ্যান। অন্যদিকে শহরের মোক্তারপাড়া, ছোট বাজার, বড় বাজার, তেরিবাজার এলাকার অটোরিকশার যানজট বরাবরের মতোই।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান জেলা যুবদলের সহ-সভাপতি শিবলী খানসহ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।