হায়দার আলী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
নেত্রকোনা জেলার আটপাড়া থানাধীন হাতিয়া গ্রামে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার চাঞ্চল্যকর এরশাদ হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম র্যাব-৭। গ্রেফতারকৃতরা হলেন- আবদুল মোমেন প্রঃ সবুজ মিয়া (৬৫), মোঃ রুমান মিয়া (২৪), মোঃ আরমান মিয়া (১৮), আবুল কাশেম (৫৫) ও শফিকুল ইসলাম (৩৭)।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, "গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এরশাদ হত্যাকান্ডে জড়িত থাকার স্বীকার করেছে। ভিকটিম এরশাদের সঙ্গে আসামিদের জমিজমা সংক্রান্ত পূর্ব-শত্রুতা এবং মামলা ছিল। ২০২২ সালের ২৬ মে তার উপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় নিহত এরশাদ মিয়ার স্ত্রী বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের মধ্যে আবদুল মোমেন প্রঃ সবুজ মিয়া হলেন- নেত্রকোনা জেলার আটপাড়া থানাধীন হাতিয়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে। মোঃ রুমান মিয়া ও মোঃ আরমান মিয়া হলেন- গ্রেফতারকৃত আবদুল মোমেনের দুই ছেলে। আবুল কাশেম ও শফিকুল ইসলাম হলেন- মৃত সেকান্দর আলীর ছেলে ও গ্রেফতার আবদুল মোমেনের দুই ভাই।
তিনি আরও বলেন, " এরশাদ মিয়া হত্যাকান্ড ঘটনার প্রায় সাড়ে ৭ মাস পরে গোপন সংবাদের ভিত্তিতে এ ৫ আসামির মধ্যে ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে এবং মুন্সিগঞ্জের মুক্তার পুর এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রামের র্যাব-৭।"