নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় র্যালি, আলোচনা সভা ও জয়িতা পুরস্কারের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
আজ শনিবার শহরের মোক্তারপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে থেকে নারী প্রগতি সংঘের আয়োজনে একটি র্যালি নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন সংঘটির ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী।
অন্যদিকে, জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে জুয়তা সন্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা।