অনলাইন ডেস্ক: মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জুতার মালা পরিয়ে মারধর করার অভিযোগে গ্রেপ্তার ঢাকার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
এ সম্পর্কে উত্তরা পশ্চিম থানার আদালতের জিআর শাখা পুলিশের এসআই আতিকুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম আসামি হানিফকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে আগামীকাল বুধবার জামিন আবেদনের শুনানির জন্য রেখেছেন।
গতকাল সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল হানিফকে উত্তরা এলাকা থেকে আটক করে।
এর গত ২২ জুন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনে। জুতার মালা পরিয়ে তাকে হয়রানি করে পুলিশে সোপর্দ করেন। জুতা দিয়ে নূরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপ করে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেনাবাহিনী হানিফকে আটক করার পর আজ মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার এসআই সজীব হাসান বাদী মামলা দায়ের করেন। সেই মামলায় হানিফকে গ্রেপ্তার দেখানো হয়।