December 7, 2024, 9:00 am
ব্রেকিং নিউজ
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ২৮ রাষ্ট্রদূত বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ-ভারত সীমান্তে মিলনমেলা বন্ধ ঘোষণা বদলে যাচ্ছে টাকার নকশা, থাকছে না বঙ্গবন্ধুর ছবি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা ৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২২ ডিসেম্বর ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন ড. ইউনূস ফের আলু রপ্তানি বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার গণমাধ্যমকর্মীদের জন্য দুদিন সাপ্তাহিক ছুটি চান পিআইবি মহাপরিচালক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস দুর্নীতি মামলায় খন্দকার মোশাররফ খালাস ইসকন ইস্যুতে সিদ্ধান্ত জানাল হাইকোর্ট ট্রাকচাপায় পিষ্ট হাসনাত-সারজিসের গাড়ি প্রধান উপদেষ্টার প্রেস উইং: মনগড়া বক্তব্যে রয়টার্সের প্রতিবেদন সাংবাদিকতার নীতিমালা পরিপন্থি ৪৬ তম বিসিএস প্রিলির পুনরায় ফল প্রকাশ জরুরি অবস্থা জারি ও ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র বিজয় উৎসবে সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার সংকল্প

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, November 12, 2024
  • 41 দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
কমিউনিটির সামগ্রিক কল্যাণে দলমতের ঊর্ধ্বে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের সংকল্প ব্যক্ত করলেন উত্তর আমেরিকায় প্রবাসীদের সর্ববৃহৎ ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচনে বিজয়ী কর্মকর্তারা।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে একটি অডিটরিয়ামে হাজারো প্রবাসীর উপস্থিতিতে এ বিজয়-উৎসবে অঙ্গীকার করা হয় প্রিয় মাতৃভূমির কল্যাণেও সকলে ঐক্যবদ্ধ থাকার।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ১৮ হাজার ভোটারের এ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা। সভাপতি হয়েছেন আতাউর রহমান সেলিম এবং সেক্রেটারি মোহাম্মদ আলী। দুই বছর মেয়াদী কার্যকরী কমিটির ১৯ সদস্যের এ নির্বাচনে সর্বাধিক ভোটে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন দেওয়ান। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও জনসংযোগ সম্পাদক হিসেবে আবারো নির্বাচিত হন রিজু মোহাম্মদ।

বিজয়ী অপর প্রার্থীরা হলেন-ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম ভূইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক আকতার বাবুল, ক্রীড়া সম্পাদক আশরাফ খান লিটন এবং স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী।

নির্বাহী সদস্যরা হলেন-মো. সিদ্দিক পাটোয়ারি, হারুন, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।

বিজয় উৎসবে সভাপতিত্ব করেন ‘সেলিম-আলী প্যানেল’র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনেওয়াজ। পরিচালনা করেন তোফায়েল আহমেদ। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, গীতা এবং বাইবেল থেকে পাঠের পর সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন জামিল আনসারী।

এরপর শুরু হয় নির্বাচিতদের লাল গোলাপ শুভেচ্ছার পালা। একপর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারীরা মঞ্চে উঠে বিজয়ীদের সাথে হাত উঁচুতে ধরে সংকল্প ব্যক্ত করেন বাংলাদেশিদের এগিয়ে নিতে সকল স্বার্থ-চিন্তা দূরে রেখে একযোগে কাজ করার।

নিউইয়র্ক সিটিতে একটি কমিউনিটি সেন্টার নির্মাণ, বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠান এবং যে কোনো নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার কথাও উচ্চারিত হয় এ সময়। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনার ফাঁকে ধ্বনিত হয় প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির আবহে জড়িয়ে রাখার প্রত্যয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102