নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা মোতাবেক কর অঞ্চল নারায়ণগঞ্জের করদাতাগণের আয়কর রিটার্ন দাখিল ও প্রাপ্তিস্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষ্যে নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য-সেবা মাস শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় রবিবার (৩ নভেম্বর) কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান আয়কর তথ্য-সেবা মাস উদ্বোধন করেছেন।
এসময় তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণকে নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য-সেবা মাসে আন্তরিকভাবে করদাতাগণকে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।
কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান জানান, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীক্ষেত্রাধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় বিদ্যমান আয়কর অফিসসমূহেও নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য-সেবা মাস কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার পরিদর্শী রেঞ্জ-৩ কর অঞ্চল-নারায়ণগঞ্জ ফেরদৌসী হোসেন, উপকর কমিশনার সদর দপ্তর (প্রশাসন), সদর দপ্তর (প্রায়োগিক) ও সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং করদাতাগণ।