বিশেষ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল জেলার ৬টি আসনের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল মাঠে রয়েছেন। মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা নিচে তুলে ধরা হলো-
বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের একমাত্র প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ (বর্তমান এমপি); বিএনপির জহিরউদ্দিন স্বপন (সাবেক এমপি), আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান ও গাজী কামরুল ইসলাম সজল; জাতীয় পার্টির এসএম পারভেজ ও সেকান্দার আলী সেরনিয়াবাত; ইসলামী আন্দোলনের মেহেদী হাসান রাসেল।
বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের শাহে আলম (বর্তমান এমপি), তালুকদার মো. ইউনুস (সাবেক এমপি), মনিরুল ইসলাম মনি (সাবেক এমপি), গোলাম ফারুক (বানারীপাড়ার উপজেলা চেয়ারম্যান), হাবিবুর রহমান খান, আনিসুর রহমান, ফাইয়াজুল হক রাজু, এম মোয়াজ্জেম হোসেন ও আশিক আবদুল্লাহ; বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল, এস সরফুদ্দিন সান্টু, রওনাকুল ইসলাম টিপু, ইলিয়াস খান ও দুলাল হোসেন; জাসদের (আম্বিয়া) আবুল কালাম আজাদ বাদল ও আনিচুজ্জামান; ইসলামী আন্দোলনের মাওলানা নেছারউদ্দিন।
বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (বর্তমান এমপি)। গতবার মহাজোটের অংশীদার দল হিসাবে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। তবে এ আসনে এবার আওয়ামী লীগের নেতারা মনোনয়ন চাইছেন। তাদের মধ্যে রয়েছেন- সরদার খালিদ হোসেন স্বপন (সাবেক উপজেলা চেয়ারম্যান), আতিকুর রহমান আতিক, মিজানুর রহমান, তারিকুল হাসান মিঠু (মুলাদী উপজেলা চেয়ারম্যান) ও কাজী ইমদাদুল হক দুলাল (বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান)। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন-বেগম সেলিমা রহমান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন ও আবদুস সাত্তার খান। এছাড়া ওয়ার্কার্স পার্টি থেকে শেখ টিপু সুলতান (সাবেক এমপি) এবং ইসলামী আন্দোলন থেকে সিরাজুল ইসলাম মনোনয়ন চাইছেন।
বরিশাল-৪ আসনে (হিজলা-মেহেন্দীগঞ্জ) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের পঙ্কজ দেবনাথ (বর্তমান এমপি), ড. শাম্মি আহম্মেদ, শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট আফজালুল করিম ও কামালউদ্দিন খান; বিএনপির মেজবাহ উদ্দিন ফরহাদ (সাবেক এমপি) ও রাজীব আহসান; জাতীয় পার্টির নাসির উদ্দিন সাথি, ঐক্যফ্রন্টের নুরুর রহমান জাহাঙ্গীর; ইসলামী আন্দোলনের মাওলানা সৈয়দ নুরুল করিম।
বরিশাল-৫ আসনে (সদর উপজেলা ও সিটি করপোরেশন) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম (বর্তমান এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী), সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (বর্তমান সিটি মেয়র), সাইদুর রহমান রিন্টু (সদর উপজেলার চেয়ারম্যান), গোলাম আব্বাস চৌধুরী দুলাল, মাহবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রম ও সাংবাদিক এসএম জাকির হোসেন; বিএনপির মজিবর রহমান সরোয়ার (সাবেক এমপি), আবু নাসের মো. রহমতউল্লাহ, এবায়েদুল হক চান, মনিরুজ্জামান ফারুক, বিলকিস জাহান শিরিন (সাবেক এমপি) ও জাকির হোসেন নান্নু; জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস ও মর্তুজা আবেদিন; জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল; ইসলামী আন্দোলনের মুফতী সৈয়দ ফয়জুল করিম।
বরিশাল-৬ আসনে (বাকেরগঞ্জ) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না আমীন (বর্তমানে এমপি)। গতবার মহাজোটের অংশীদার দল হিসাবে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। তবে এ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন হাফিজ মল্লিক (সাবেক সেনা কর্মকর্তা), প্রকৌশলী নেতা মঞ্জুরুল হক মঞ্জু, মতিউর রহমান বাদশা, শামসুল আলম চুন্নু (বর্তমান উপজেলা চেয়ারম্যান), লোকমান হোসেন ডাকুয়া (বর্তমান পৌর মেয়র) ও সাবেক এমপি মাসুদ রেজার স্ত্রী আইরিন রেজা; বিএনপির আবুল হোসেন খান (সাবেক এমপি), অধ্যক্ষ আবদুর রশিদ খান (সাবেক এমপি), নজরুল ইসলাম খান রাজন, হারুন সিকদার ও ডা. শহিদুল ইসলাম; জাসদের (ইনু) মো. মহসিন; ইসলামী আন্দোলনের মাওলানা নুরুল ইসলাম আল আমীন।