বিশেষ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাগেরহাট জেলার ৪টি আসনের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল মাঠে রয়েছেন। মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা নিচে তুলে ধরা হলো-
বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন। আর বিএনপি থেকে প্রার্থী হতে চান সাবেক এমপি শেখ মুজিবর রহমান, শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং শেখ মো. মাসুদ রানা। জাতীয় পার্টি থেকে প্রাথী হতে চান মাওলানা এসএম আল জুবায়ের। ইসলামী আন্দোলন থেকে প্রার্থী হতে চান মাওলানা আবুল বাশার ও মো. ইউছুপ আলী।
বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়। বিএনপির প্রাথী হতে চান এমএ সালাম, প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, ফকির তরিকুল ইসলাম, ব্যারিস্টার জাকির হোসেন ও মো. সুজাউদ্দিন মোল্লা সুজন। জাতীয় পার্টির প্রার্থী হতে চান হাজরা জাহিদুল ইসলাম বাবলু। ইসলামী আন্দোলনের প্রার্থী হতে চান মো. সাইফুল্লাহ।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান বর্তমান এমপি হাবিবুন নাহার, লায়ন ইকবাল লতিফ সোহেল, ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান ও চিত্রনায়ক শাকিল খান। বিএনপির প্রার্থী হতে চান লায়ন শেখ ফরিদুল ইসলাম ও কৃষিবিদ শামিমুর রহমান। জামায়াতের প্রার্থী হতে চান অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ। জাতীয় পার্টির প্রার্থী হতে চান এমএ সবুর। ইসলামী আন্দোলনের প্রার্থী হতে চান মাওলানা আব্দুল আজিজ।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান বর্তমান এমপি অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, এইচএম বদিউজ্জামান সোহাগ। বিএনপির প্রার্থী হতে চান অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ড. কাজী মো. মনিরুজ্জামান, কাজী খায়রুজ্জামান শিপন, মনিরুল হক ফরাজী। জাতীয় পার্টির প্রার্থী হতে চান শরণখোলা উপজেলার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। জামায়াতের প্রার্থী হতে চান অধ্যক্ষ আব্দুল আলিম। আর ইসলামী আন্দোলনের প্রার্থী হতে চান মাওলানা আব্দুল আজিজ হাওলাদার ও সাইফুল ইসলাম।