রাজু আহমেদ, রাজবাড়ী
গোয়ালন্দের পরিবহন শ্রমিক দলের তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।৫ ই নভেম্বর মঙ্গলবার বিকালে দৌলতদিয়া বাস টার্মিনালের অবস্থিত রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই আংশিক কমিটির অনুমোদন দেন জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ।
কমিটি অনুমোদন সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সরোয়ার হোসেন মোল্লা ও সঞ্চালনা করেন আবুল কাশেম।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাজাহান সান্টু ভারপ্রাপ্ত সভাপতি রাজবাড়ী জেলা শ্রমিক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা শ্রমিক দল, মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী জেলা শ্রমিক দল, মোহাম্মদ ওয়াহেদ খান সভাপতি গোয়ালন্দ পৌর শ্রমিক দল, মোহাম্মদ মুন্নাফ হোসেন ফেলু সাংগঠনিক সম্পাদক গোয়ালন্দ উপজেলা শ্রমিকদল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পরিবহন শ্রমিক দল গোয়ালন্দ উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয় এতে সভাপতি করা হয় মোঃ শহীদ মোল্লা কে, সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় কামাল মোল্লাকে এবং সাংগঠনিক নির্বাচিত করা হয় সোহাগ কে।
জেলা কমিটির পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশনা দেয়া হয়।