হায়দার আলী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
দূর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় আমজাদ হোসেন (৩৬) নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
৯ জানুয়ারি (সোমবার) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদ এর আদালতে আমজাদ হোসেন নামে এক ইউপি চেয়ারম্যান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাজী সানোয়ার আহমেদ (লাভলু) বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, " বাহারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শীল খালী শামলা পুর এলাকার পুরান পাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে।"
মামলা সূত্রে জানা যায়, "দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ বিগত ২০২০ সালের ২০ সেপ্টেম্বর চেয়ারম্যান আমজাদ হোসেন ও তার স্ত্রীর সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেন। দুদকের ও-ই নোটিশ ২২ সেপ্টেম্বর তিনি গ্রহণ করেন। উক্ত নোটিশ গ্রহণ করেও ২১ দিনের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় তার বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) অভিযোগ আনা হয়। মামলাটি দায়ের করেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন উপ-সহকারী পরিচালক মোঃ শরিফ উদ্দিন।"