ভোলা প্রতিনিধি:
ভোলায় সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তিন দিন পর ধর্মঘট প্রত্যাহার করেছে বাস শ্রমিক ইউনিয়ন। এরপর থেকে বাস চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নৌবাহিনীর কর্মকর্তা, বাস মালিক, বাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি মালিক এবং শ্রমিকদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে দুপুরে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের জেলার সভাপতি মো. মিজানুর রহমান।
তিনি সাংবাদিকদের জানান, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও পুলিশ সুপার মো. শরীফুর হক ও ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডারসহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তাদের আশ্বাসে আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি।
উল্লেখ্য, গত রোববার বিকাল ৫টার দিকে ভোলার বাংলাবাজার এলাকায় সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে মারামারি হয়। ওই খবর ভেদুরিয়া, লালমোহন ও কুঞ্জেরহাটে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয়পক্ষের শ্রমিকদের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে ভোলার ৫টি রুটে বাস ধর্মঘটের ডাক দেয় জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।