ঢাকা: বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ঢাকা জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এটি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন।এতে সাভারের সুমন ঘোষকে আহ্বায়ক ও নবাবগঞ্জের অনুপম দত্ত নিপুকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবার বিকালে রাজধানীর পল্টন টাওয়ারের নিজস্ব কার্যালয়ে সংগঠনের কর্মী সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। সন্ধ্যায় ঘোষিত কমিটি গণমাধ্যমে জানানো হয়।
যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ সাহা, অন্যতম সভাপতি নিক্সন ঘোষ ও সাধারণ সম্পাদক তাপস কুমার বল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন- দোহারের লুইস পল গমেজ জনি, কেরানীগঞ্জের বিপ্লব বিশ্বাস, ধামরাইয়ের অপু বণিক, আশুলিয়ার রিপন বাড়ৈ কার্তিক, নবাবগঞ্জের বিপ্লব মন্ডল।
এছাড়া সদস্য হিসেবে আছেন- ধামরাইয়ের অ্যাডভোকেট শ্যামল সাহা, দোহারের তাপস কুমার বাড়ৈ, চন্দ সরকার, সজল সরকার, শ্যামল মন্ডল, কেরানীগঞ্জের গৌতম সরকার, আশুলিয়ার মাখন রাজবংশী, সাভারের রনজিত দাস, শক্তি সাহা, নবাবগঞ্জের শ্রীকৃষ্ণ সাহা, রামপ্রসাদ দাস, ধামরাইয়ের মনতোষ সরকার, জনি সাহা, কেরানীগঞ্জের মন্টু সরকার, উৎপল সরকার, সাভারের শাওন মন্ডল, কেরানীগঞ্জের তন্ময় সরকার নিপু, নবাবগঞ্জের সজল শীল, আশুলিয়া সুমন সাহা, সাভারের পার্থ সাহা, দোহারের শুভ্র গমেজ, কেরানীগঞ্জে প্রান্ত সরকার, মিঠুন সরকার।