ঢাকা:
রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকেরা। রাজধানীর বিভিন্ন রাস্তায় দুটি দলের কর্মসূচি চলবে।
বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে আজ সকাল ১১টায়। গাবতলীর এস এ খালেক বাস কাউন্টার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরবে এই পদযাত্রা। এই পদযাত্রা পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে শেষ হবে।
বিএনপি জানিয়েছে, আজকের পদযাত্রাটি গাবতলী এলাকা থেকে শুরু হয়ে শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।
আর আওয়ামী লীগের শোভাযাত্রা শুরু হবে বেলা তিনটায়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে দলটি।
দুই দলের এই কর্মসূচিতে রাজধানী ঢাকায় আজ যানজটের আশঙ্কা রয়েছে। আগামীকাল বুধবারও দুই দলের কর্মসূচি রয়েছে।
কাল আবদুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রাটি শুরু হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
পদযাত্রায় প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকা মহানগরীর সঙ্গে সব জেলা ও মহানগরে এ কর্মসূচি পালন করবে বিএনপি।
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা অন্য দল ও জোটগুলো আজ ঢাকার বিভিন্ন জায়গা থেকে পদযাত্রা করছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় মিরপুরের ১২ নম্বর থেকে, ১২-দলীয় জোট আড়াইটায় কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় বিজয়নগর থেকে ইত্তেফাক মোড়, গণফোরাম বেলা তিনটায় নটর ডেম কলেজের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব, এলডিপি বেলা ১১টায় কারওয়ান বাজার ও এফডিসি-সংলগ্ন অফিসের সামনে থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করবে। এ ছাড়া অন্য দলগুলোও পৃথক পদযাত্রায় অংশ নেবে।
আ.লীগের শোভাযাত্রা
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন। আজ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় এ শোভাযাত্রা হবে।
কাল ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। এটি আয়োজন করছে মহানগর উত্তর আওয়ামী লীগ। ওবায়দুল কাদেরের নেতৃত্বে দুটি কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। ঢাকা সিটির পাশাপাশি রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও এ কর্মসূচি পালন করবে স্থানীয় আওয়ামী লীগ।
বিএনপি ১২ জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে। পরদিন আওয়ামী লীগ দুই দিনের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’র ঘোষণা দেয়।