হায়দার আলী চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন তুলা তলী এলাকায় অভিযান চালিয়ে মালি পাড়া থেকে ২২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- মোঃ জামশেদ (২৫)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা যায়, "২০ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন মালি পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিচ্ছুনির ঘরের সামনে পাকা রাস্তা থেকে ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত জামশেদের তথ্যের ভিত্তিতে ভোর রাত পৌঁনে ৬ টা পর্যন্ত অভিযান চালানো হয়। উক্ত অভিযানে নগরীর সিআরবি রেলওয়ে অফিসের উপরে এফ-২৭ হাউসে যাওয়ার আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আরশাদ উল্লাহ (৫২) ও মোঃ সাজিদ (২৭) পালিয়ে যায়। এসময় গ্রেফতার জামশেদের দেখানো মতে পলাতক সাজিদের বাসা তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে সিএমপি'র কোতোয়ালী থানায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"