হায়দার আলী, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আলমাস সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার লিটার চোলাই মদ ও ২০ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাহীন, রনজিত তালুকদার, শিবলু দাশ ও সজল কর্মকার।
২৩ জুন (শুক্রবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আলমাস সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চোলাই মদ ও গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। সিএমপি'র কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সাংবাদিকদের জানান, "শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আলমাস সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১ হাজার লিটার চোলাই মদ ও ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে জড়িত থাকায় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।"