হায়দার আলী, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিদেশি মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শোয়েব হোসেন (৩০), হেমায়েত উল্লাহ ও মো: সাইফুল ইসলাম (২৭)। গ্রেফতারকৃতদের মধ্যে শোয়েব হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার হাছনদন্ডি এলাকার কাজী পাড়ার জামাল আহমদের পুত্র, হেমায়েত উল্লাহ হলেন- ফেনী জেলার দাগন ভূইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুন্সি বাড়ির আমিন উল্লাহর ছেলে ও মো: সাইফুল হলেন- গাইবান্ধা জেলার সদর এলাকার মধ্য আনালের জয়নাল আবেদীনের ছেলে।
গতকাল ২০ নভেম্বর (বুধবার) সন্ধ্যার দিকে উপজেলার শিল কুপ ইউনিয়নের মনকিচর এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, 'বাঁশ খালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে শীল কুপ ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্যসহ তিন যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- সিলভার ও নীল রঙের ৪০০টি টিনের বিয়ার ক্যান, সবুজ রঙের ১১৯টি টিনের বিয়ার ক্যান, কালো কাঁচের ২৪টি বিদেশি মদের বোতল, লাল রঙের সিরামিক কাঁচের ৯টি বিদেশি মদের বোতল, লাল ও সোনালী রঙের সিরামিক কাঁচের ২টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এ ছাড়াও মাদকদ্রব্য বহনকারী একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "গ্রেফতারকৃ আসামিরা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে গন্ডা মারা এসএস পাওয়ার প্ল্যান্টের জেটি ঘাঁটে এনে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে।"