প্রেস বিজ্ঞপ্তি:
৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হল গ্রামীণ ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক বনভোজন কুমিল্লা কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইসে । এ সংগঠনটি শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে থাকে।বৃহত্তর কুমিল্লার গ্রামীণ ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা এবং বর্তমানে কর্মরত সহকর্মীদের নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়।
সাবেক অবসর প্রাপ্ত মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের মো; মনির হোসেন( সাবেক এমডি),জসিম মজুমদার( সাবেক ডিএমডি)জিএম আব্দূুল মতিন মজুমদার, জীবন কৃষ্ণ পাল,জনাব হারুনুর রশিদ,আব্দুল খালেক এবং আরও অনেক উচ্চ পর্যায়ের সাবেক কর্মকর্তাও অংশগ্রহণ করে,বর্তমানে কর্মরত বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা ও স্বপরিবারে অংশগ্রহণ করেন।সারাদিন গল্প আড্ডা গানবাজনা হুই হুল্লোড় রাফল ড্র মূখরচর খাওয়া দাওয়ার এর মধ্যে দিনটি কেটেছে।
অনুষ্ঠান শেষে উক্ত সংঠনের সভাপতি আব্দুল খালেক বলেন এ ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট রাখার জন্য সবাইকে অনুরোধ জানান।