আনোয়ার হোসেন:গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে ৬ বছরে আবিদ ও ৭ বছরে লাবিব নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই দুই শিশুর পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার চব্বিশ মে দুপুরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামে।
নিহত আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও লাবিব একই এলাকার আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশের একটি জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলছিল ওই দুই শিশু। খেলার একপর্যায়ে তারা ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে তাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় নিহত ওই দুই শিশুর পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে বাড়ির পাশের জলাশয়ে ভেলা থেকে পড়ে দুই শিশু ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।