আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ২০তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা।
সোমবার জেলা প্রশাসন ও গাইবান্ধায় কর্মরত সহযোগী সংস্থগুলোর আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় জেলা কালেক্টরেট হতে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক একে এম হেদায়েতুল ইসলামের সভাপত্তিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী ছিলেন, গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিবস উদযাপন কমিটির সমন্বয়ক নুরুল আলম জাহাঙ্গীর, সংস্থা প্রধান আলতাফ হোসেন পাতা, রওশন আলম রোলেক্স , ফরিদ আহমেদ প্রমুখ।