খুলনা প্রতিনিধি:
খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা প্রচারের ঘটনা তদন্ত রেলওয়ের পশ্চিম জোনের উর্ধ্বতন কর্মকর্তারা খুলনা এসেছেন। রোববার দুপুরে সাগরদাঁড়ি এক্সপ্রেসে করে তারা খুলনা রেল স্টেশনে পৌঁছান।
রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে বার্তা প্রচারের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন পশ্চিম জোনের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার হাসিনা খাতুন। এ ছাড়া অন্য সদস্যরা হলেন বিভাগীয় বাণিজ্যিক অফিসার গৌতম কুমার কুন্ডু, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শেখ ও বিভাগীয় সংকেত টেলিযোগাযোগ অফিসার সৌমিক কবীর শাওন।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, শনিবার রাতে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তারা বিষয়টি তদন্ত করছেন। তিনি আরও জানান, এর আগে ঢাকায় এমন ঘটনা ঘটেছিল। শনিবারের ঘটনার পর থেকে রাজশাহী ও খুলনার ডিজিটাল স্কিন বোর্ড বন্ধ রাখা হয়েছে।
শনিবার সন্ধ্যায় খুলনা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকেন। তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।