নিজস্ব প্রতিবেদক:
খুলনার দাকোপ উপজেলার পানখালি ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে খোনা গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ২ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়দের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ মেরামত কাজ শুরু করেছে।
পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ জানান, জোয়ারের পানির চাপে খোনা গ্রামের মোল্লা বাড়ির কাছে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। ঢাকী নদীর পানি ঢুকে প্লাবিত হয় খোনা গ্রামের ঘরবাড়ি, ফসলের ক্ষেত, পুকুর ও চিংড়ি ঘের। পানিবন্দী হয়ে পড়েছে ২ শতাধিক পরিবার।
স্থানীয় লোকজন জানান, কয়েকদিন আগে বেড়িবাঁধের এই স্থানটিতে ফাটল দেখা দেয়। কিন্তু বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ না নেয়ায় জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম ও উপ-বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় এস্কেভেটর দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা হচ্ছে। এছাড়া জিও টিউবে বালু ভরে ভাঙা স্থানে দেয়া হবে। রাত ১টার দিকে ভরা জোয়ারের আগেই মেরামত কাজ শেষ করার চেষ্টা চলছে।