রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার),রাজবাড়ী:
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ১০ বোতল ফেনসিডিল সহ মোঃ মহিউদ্দিন মন্ডল (৪৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে ।মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মহিউদ্দিন মন্ডল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কালা গ্রামের মৃত মনছুর আলী মন্ডল এর ছেলে।
রাজবাড়ীর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মহিউদ্দিন মন্ডলকে ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। উক্ত মাদক উদ্ধারের ঘটনা রাজবাড়ী সদর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়।