অনলাইন ডেস্ক:
রাজধানীর মালিবাগের একটি ডায়াগনস্টিক সেন্টারে সুন্নতে খতনা করাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে আটক করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সুজন। আটক দুই চিকিৎসক হলেন এস এম মুক্তাদির ও মাহবুব।
শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া অভিযোগে বলা হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আয়হামকে মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারে ভর্তি করানো হয়। খতনা করার আগে অ্যানেসথেসিয়া দেওয়ার পর তার আর জ্ঞান ফেরেনি। লোকাল অ্যানেসথেসিয়া দেওয়ার কথা থাকলেও ফুল অ্যানেসথেসিয়া দেওয়া হয় আয়হামকে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়।
আয়হামের বাবা ফখরুল আলম সাংবাদিকদের বলেন, অ্যানেসথেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডা. মুক্তাদির। তার অভিযোগ, এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় তিনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছেন।