স্পোর্টস ডেস্ক:ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর, অর্থাৎ ২০২৫ সাল থেকে খেলবে বিভিন্ন মহাদেশের ৩২টি দল। যুক্তরাষ্ট্রে মাসব্যাপী এই টুর্নামেন্টটি ২০১৫ সালের ১৫ জুন থেকে শুরু হয়ে চলতে ১৩ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়াম আয়োজন করবে টুর্নামেন্টের ৬৩টি ম্যাচ।
৩২ দলের মধ্যে ৪টি করে দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল পৌঁছে যাবে শেষ ষোলোতে। ফাইনাল পর্যন্ত এক ম্যাচ নকআউট পদ্ধতিতে খেলবে দলগুলো। অর্থাৎ, ফিরতি লেগের কোনো ব্যবস্থা নেই। ম্যাচ ‘টাই’ হলে অতিরিক্ত সময় ও তাতেও না হলে পেনাল্টিতে ফল আসবে।
যেসব মাঠে খেলা হবে-
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম – আটলান্টা
টিকিউএল স্টেডিয়াম - সিনসিনাটি
ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়াম - শার্লট
রোজ বোল স্টেডিয়াম - লস অ্যাঞ্জেলেস
হার্ড রক স্টেডিয়াম - ইন্টার মায়ামি
জিওডিস পার্ক - ন্যাশভিল
মেটলাইফ স্টেডিয়াম - নিউইয়র্ক
ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম - অরল্যান্ডো
ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম - অরল্যান্ডো
লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড - ফিলাডেলফিয়া
লুমেন ফিল্ড - সিয়াটেল
অডি ফিল্ড – ওয়াশিংটন
*ফাইনাল খেলা হবে মেটলাইফ স্টেডিয়ামে।
আগামী ৫ ডিসেম্বর মায়ামিতে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।
অংশ নিতে যাওয়া ৩২ দল কারা-
কোপা লিবার্তাদোরেসের ফাইনালে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে বোতাফোগোর ৩-১ গোলে জয়ে নিশ্চিত হয়েছে ক্লাব বিশ্বকাপের ৩২ দল। ৩২তম দল হিসেবে বোতাফোগো টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে।
আফ্রিকা
আল আহলি (মিশর), ওয়াইদাদ (মরক্কো), ইএস তিউনিস (তিউনিসিয়া), মামেলোদি সানডাউনস (দক্ষিণ আফ্রিকা)।
এশিয়া
আল হিলাল (সৌদি আরব), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), আল আইন (সংযুক্ত আরব আমিরাত), উলসান এইচডি এফসি (দক্ষিণ কোরিয়া)
ইউরোপ
চেলসি (ইংল্যান্ড), রিয়াল মাদ্রিদ (স্পেন), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), বায়ার্ন মিউনিখ (জার্মানি), প্যারিস সেন্ট জার্মেই (ফ্রান্স), ইন্টার (ইতালি), পোর্তো (পর্তুগাল), বেনফিকা (পর্তুগাল), বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি) ), জুভেন্টাস (ইতালি), অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন), এফসি সালজবার্গ (অস্ট্রিয়া)।
উত্তর ও মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল (কনকাকাফ)
মন্তেরে (মেক্সিকো), সিয়াটেল সাউন্ডার্স (মার্কিন যুক্তরাষ্ট্র), ক্লাব লিওন (মেক্সিকো), পাচুকা (মেক্সিকো)।
ওশেনিয়া
অকল্যান্ড সিটি (নিউজিল্যান্ড)।
দক্ষিণ আমেরিকা
পালমেইরাস (ব্রাজিল), ফ্ল্যামেঙ্গো (ব্রাজিল), ফ্লুমিনেন্স (ব্রাজিল), বোতোফোগো (ব্রাজিল), রিভার প্লেট (আর্জেন্টিনা), বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা)।
আয়োজক দেশ
ইন্টার মিয়ামি (মার্কিন যুক্তরাষ্ট্র)।