January 24, 2025, 9:52 am
ব্রেকিং নিউজ
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত সাংবাদিকদের বিমা সহায়তায় আনা যায় কি না, বিবেচনা করছে কমিশন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা শপথের আগেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা চাকরিহারা সংবাদকর্মীদের চাকরিতে পূণর্বহাল করার দাবি: জি এম কাদের জামিন পেলেন কারাগারে থাকা বিডিআরের ২০০ জওয়ান মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন: ঢাকা বিভাগীয় কমিশনার প্রাথমিকের শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন দায়িত্ব পেলেন মাওলানা মামুনুল হক ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হয়ে এলেন ট্রেসি অ্যান

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, March 31, 2024
  • 121 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি একাত্তর টে‌লি‌ভিশ‌নের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক এর সভাপতিত্বে অনু‌ষ্ঠিত ইফতার মাহ‌ফি‌লের আ‌লোচনা সভায় প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন কু‌মিল্লা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ভি‌সি অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

কু‌মিল্লা টে‌লি‌ভিশন সাংবা‌দিক ফোরা‌মের সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বির জীবন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – কু‌মিল্লা ম‌হিলা ক‌লে‌জের উপাধ‌্যক্ষ প্রফেসর মোঃ লিয়াকত আলী ,জেলা পি‌পি ও মহানগর আওয়ামীলী‌গের সহ- সভাপ‌তি বীরমু‌ক্তি‌যোদ্ধা জ‌হিরুল ইসলাম সে‌লিম ,অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মংনে‌থোয়াই মারমা ,‌ নজরুল গ‌বেষক ড,আলী হো‌সেন চৌধুরী ,স‌চেতন নাগ‌রিক ক‌মি‌টির আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান,মহানগর আওয়ামীলীগ‌নেতা জা‌কির হো‌সেন, ডাঃ আ‌রিফ মো‌র্শেদ ,জেলা কালচারাল অ‌ফিসার‌ সৈয়দ মোঃ আয়াজ মাবুদ,সাংবা‌দিক স‌মি‌তির সভাপ‌তি ইয়াস‌মিন রীমা । ইফতার মাহ‌ফি‌লে দোয়া মোনাজাত প‌রিচালনা ক‌রেন মাওলানা বোরহান উ‌দ্দিন।

ইফতার মাহ‌ফি‌লে উপস্থিত ছিলেন-কু‌মিল্লা মি‌ডিয়া ফোরা‌মের সভাপ‌তি সা‌দিক হো‌সেন মামুন, সংগঠ‌নের সহ-সভাপ‌তি ও কু‌মিল্লা প্রেসক্লা‌বের যুগ্ন সাধারণ সম্পাদক সময় টিভির বাহার রায়হান, কু‌মিল্লার আ‌লো প‌ত্রিকার সম্পাদক জ‌সিম উ‌দ্দিন কনক,সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন,  দৈ‌নিক কু‌মিল্লার কাগ‌জের জহির শান্ত,ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভীর দিপু, দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন কবির, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবির পাখি, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি খালেদ বিন নজরুল, টিভির জেলা প্রতিনিধি মাসুদ আলম, এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, কালের কন্ঠ জেলা প্রতিনিধি আবদুর রহমান, রাইজিং বিডি জেলা প্রতিনিধি রুবেল মজুমদার, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আব্দুল আল মারুফ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি রাজিব সাহা, সমকালের ফটো সাংবাদিক এন. কে রিপন, আমোদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ শরিফ,কুমিল্লা টুডে নিউজের বার্তা সম্পাদক তৌহিদ খন্দকার তপু, ইন‌ডি‌পে‌ডেন্ট টি‌ভির ক‌্যামাপার্সন আলমগীর হো‌সেন, সোনালী নিউজের জেলা প্রতিনিধি মঈন নাসের খাঁন,ঢাকা টাইম জেলা প্রতিনিধি শাহরিয়া ইমন জয়, আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, মানবকথার সম্পাদক জ‌হিরুল ইসলাম , ভো‌রের কাগ‌জের রায়হান চৌধুরী, বি‌বে‌কের সম্পাদক আবদুর রহমান সাইফ, মেঘনা টিভি স্টাফ রিপোর্টার সাইফুল, জবাবদিহির মো: ইয়াসিন, একাত্তর টিভির ক্যামেরা পার্সন সাইদুল ইসলাম সোহাগ, নেক্সাস টিভির ক্যামেরাপার্সন রনি খান, চ্যানেল আই ক্যামেরা পার্সন সজিব হাসান, এখন টিভির ক্যামেরা পার্সন নাহিদ ও মাদ্রাসার এ‌তিম শিশুরাসহ কর্মরত সাংবা‌দিক ও পেশাজী‌বি সংগঠ‌নের নেতৃবৃন্দরা।

পরে প্রয়াত সাংবাদিকদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার ও দোয়ায় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102